ধরুন রাতে আপনি কোনো অনুষ্ঠানে
যাবেন। সেই অনুষ্ঠানের জন্য আপনি আপনার মন মত পোশাক ঠিক করলেন। সেই পরিকল্পনা অনুযায়ী
আপনি আপনার পোশাক পরিধান করলেন তারপরও মনে হচ্ছে কিছু একটা অসম্পূর্ণ রয়েগেছে। কোনো একটা কিছু বাদ
পরেছে। সেই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করে একটি ঘড়ি। আপনি কোন ধরনের অনুষ্ঠানে
যাচ্ছেন এর উপর ভিক্তি করে পরিকল্পনা করেন কোন পোশাকটি পরবেন আর সে পোশাক অনুযায়ী যে
ঘড়িটি আপনার ব্যক্তিত্ব ও সৌন্দর্য আরো ভালোভাবে তুলে ধরবে সেই ঘড়িটি পরবেন। আজকের লেখায় এরকম
পাঁচটি ঘড়ি সম্পর্কে জানব যা পোশাক অনুযায়ী আপনি বিভিন্ন জায়গায় পরে জেতে পারবেন এবং
আপনার পোশাকের সাথে মানাবে ।
১. স্কেমেই

স্বল্প মূল্য ফরমাল
পোশাকের সাথে যদি ঘড়ি নিতে চান তাহলে স্কেমেইয়ের আল্ট্রা ১১৮১ এর কথা ভাবতে পারেন।
ঘড়িতি চাইনিজ কোম্পানির তবে এর বিশেষ দিক হল ঘড়িটি বেশ হালকা এবং পাতলা। এর ডায়াল বেশ চিকন। বেল্ট একদম গাঢ় কালো বর্ণের। বেল্টটিও খুবই চিকন করেছে যা যেকোনো হাতের সাথে মানাবে এমনকি যাদের হাতের কবজি চিকন তাদের জন্যও। কালোর মধ্যে সাদা ডায়াল। মোট কথা বিয়ের অনুষ্ঠান
কিংবা অফিসে পরে যাওয়ার মত একদম আদর্শ একটি ঘড়ি। এর বাজার মূল্য হাতের নাগালে , মাত্র ৮৫০ টাকা
খরচ করলেই পেয়ে যেতে পারেন আপনার পছন্দের এই ঘড়িটি।
২. কেইডম্যান

স্বল্প মূল্যের মাঝে টেকসই ঘড়ি ক্রয় করতে চাইলে কেইডম্যনের একটি ভালো সিদ্ধান্ত হবে। কেইডম্যানের বেশিরভাগ ঘড়িই ক্যাজুয়ালি পরার জন্যে তৈরি হয়ে থাকে। কিছু কিছু ঘড়ি সেমি ফরমাল পোশাকের সাথে পরা যাবে। আপনি যদি জিন্স ও টি শার্ট পরতে সাচ্ছন্দ বোধ করেন তাহলে কেইডম্যানের ক্রয় করতে পারেন। কেইডম্যানের ঘড়ি সমূহের ডায়াল বেশ মোটা প্রকৃতির হয় এবং ডায়াল উন্নত্মানের প্লাস্টিকের তৈরি। পানিতে ভিজলেও কিছু হয় না। তবে এটি বৃষ্টির পানির ক্ষেত্রে প্রযোজ্য।
এই ঘড়ি পরে সাঁতার কাটলে ঠিক নাও থাকতে পারে। ক্যাজুয়াল অর্থাৎ জিন্স ও টি শার্ট পরলে কেইডম্যানের স্পোর্টস ঘড়ি গুলো পরা যেতে পারে। তাছাড়া মোটা বেল্টের এনালগ ঘড়িও পরতে পারেন। আপনার কর্মক্ষেত্রে যদি পোশাক নিয়ে তেমন নিয়ম নীতি না থাকে তাহলে সেখানেও চাইলে আপনি কেইডম্যানের সেমি ফিরমাল বেল্টের ঘড়িগুলো পরে যেতে পারেন। কেইডম্যানের ঘড়ি সমূহ এক বছরের মেশিন ওয়ারেন্টিসহ বিক্রি করা হয়। অবশ্যই ওয়ারেন্টি কার্ড দেখে ঘড়ি কিনবেন।
৩. নেভি ফোরস চেইন
আপনি যদি একজন বাইকার হন
অথবা জিন্স, টি শার্ট, জ্যাকেট হাই হিলের বুট পরতে পছন্দ করেন এবং আপনার হাতের
কব্জি চিকন না বরং বেশ প্রশস্ত তাহলে নেভি ফোরসের চেইনের ঘড়ি থেকে ভালো আর কোনোটা
হতে পারে না।
কেইডম্যানের মত এটিও বেশ জনপ্রিয় কারণ এটিও মেশিনের জন্যে ১ বছরের মত ওয়ারেন্টি দিয়ে থাকে। নেভি ফোরসের মধ্যে চেইন, বেল্ট ক্রোনোগ্রাফ সবই পাওয়া যায়। যারা একটু ভারী ঘড়ি পরতে পচ্ছন্দ করেন এবং ভারী ঘড়ি পরে অভ্যস্থ তাদের জন্য নেভি ফোরসের চেইনের ঘড়ি গুলো প্রযোজ্য। নেভিফোরসের চেইন বেশ মজবুত এবং টেকশই। কোথাও কোনো ঘষা লাগলে দাগ চলে যায়না তবে বাস হলে ভিন্ন কথা। এছাড়া বৃষ্টির পানি কিংবা হাতের ঘামে এর চেইনের রঙের মোটেও কোনো পরিবর্তন হয়না।
ক্রয় করার পর থেকে এর রঙ উঠে যায় না। নেভি ফোরসের চেইন এর ঘড়ির প্রতি যদি কারো আগ্রহ থাকে তাহলে এই ঘড়ি কিনতে পারেন এবং এর জন্যে আগ্রহীর গুনতে হবে ১৬০০ টাকার অধিক হতে ২০০০ টাকা কিংবা আরো বেশি। তবে ৩০০০ টাকার ভেতরে যেকোনো নেভি ফোরসের ওয়ারেন্টি কার্ডসহ কিনতে পাবেন।
৪. নেভি ফোরস বেল্ট

নেভি ফোরসের বেল্টের
ঘড়িগুলো ফরমাল পোশাকের জন্য মানাসই। স্কেমেই এর সাথে এর পার্থক্য হলো মূল্য, নির্মাণ ও ব্র্যান্ড ভেল্যু এর দিক
থেকে। এছাড়াও নেভি ফোরসের বেল্টের ঘড়ি এক বছরের মেশিন ওয়ারেন্টি দিয়ে থাকে যা আপনি
স্কেমেই ঘড়ি সমূহে পাবেন না। নেভি ফোরসের এই ফরমাল ঘড়ি সমূহের বেল্ট বেশ টেকসই,
সহজে ছিঁড়বে না তাছাড়া বৃষ্টিতে ভিজলেও নষ্ট হবে না। বাদামি ও কালো রঙের মধ্যে
নেভি ফোরসের ঘড়িগুলো পাওয়া যায়। মূল্য হতে
পারে ২৩০০ থেকে ৩০০০ এর ভিতর।
৫. কারেন

কারেন এর ঘড়ি চেইনের
মধ্যে ফরমাল এবং ক্যাজুয়াল দুইটাই পাওয়া যায়। খুবই পাতলা তবে টেকসই ও গাঢ় কালো
রঙ্গের কারেন এর ঘড়ি বাজারে বেশ জনপ্রিয়। এই ঘড়িটি পরে কেও চাইলে তার অফিসে যেতে
পারেন। বিশেষ করে স্যুট টাই পরলে এর সাথে কারেনের কালো চেইনের ফরমাল ঘড়িটি পরতে
পারেন। তাছাড়া যারা চেইনের ঘড়ি পরতে আগ্রহী এবং একই সাথে পোশাকের ক্ষেত্রে জিন্স ও
টি শার্ট পরতে পছন্দ করেন তারাও এই ঘড়িটি কিনতে পারেন। এর মূল্য ১৫০০ থেকে ২০০০ এর
মধ্যে পরবে। এই দাম অবশ্যই মডেলের উপর নিরভর করে।

আপনার প্রতিটি
অনুষ্ঠানের জন্যই মানাসই ঘড়ি ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যেই বাজারে আছে। যেমন
বন্ধুদের আড্ডার মত ক্যাজুয়াল জায়গায় বেল্টের কেইডম্যান সব থেকে মানান্সই। শীতের
সময় হলে অবশ্যই ব্লেজার অথবা লেদাররের জ্যকেট পরবেন তখন নেভি ফোরসের চেইন সব থেকে
বেশি মানাসই। আর যদি ফরমাল পরতে চান তাহলে স্কেমেই আর ওয়ারেন্টিসহ পেতে চাইলে নেভি
ফোরস এর ফরমাল কিংবা কেইডম্যানের সেমি ফরমাল অথবা কারেনের ঘড়ি সমূহ কিনতে পারেন।
তথ্যসূত্র–
ফিচার ছবি- TudorWatch
0 Comments